ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন নামকস্থান থেকে মঙ্গলবার রাত ৯টায় এক’শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারকে করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লা অঞ্চলের একটি বিশেষ টিম।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. এজাহার মিয়া (২৮) কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন জাফরাবাদ গ্রামের মো. আব্দুল বারেক মিয়ার ছেলে।
স্বরাষ্ট মন্ত্রাণালয় এর আওতাধীন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক দিলারা রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার সন্ধ্যা থেকে মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ক্রেতা সেজে রাত ৯টায় এজাহার মিয়াকে এক’শ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে তাকে চান্দিনা থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লা অঞ্চলের তত্বাবধায়ক আজিজুল হক বাদী হয়ে চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।