সোমবার সকালে মিরপুরের সুবিধা বঞ্চিত কিশোর-কিশোরীদের নিয়ে ইউসেপ বাংলাদেশ স্কুলে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাতিক্রমী এই আয়োজনে মিরপুর এর বিভিন্ন এলাকার শতাধিক কিশোর- কিশোরী উচ্ছাস ও আনন্দের সাথে অংশগ্রহণ করেন।
উক্ত সম্মেলনে মাসিককালীন পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা, স্বপ্নদোষ, মাতৃকালীন সেবা, বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন সাস্থ্য-সেবা, সারভাইকেল ক্যান্সার প্রতিরোধ ইত্যাদি বিষয়ে বিম্তারিত আলোচনা, ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি নাটিকা এবং কোরিওগ্রাফির মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরেন কিশোর-কিশোরীরা।
আলোচনা চলাকালীন অতিথিগণ মাসিককালীন পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা যে কত গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন। পাশাপাশি কিশোরদের স্বপ্নদোষ যে কোনও অসুখ নয়-তাও বলেন। এছাড়া মাদক এর ভয়াবহতা নিয়ে আলোকপাত করেন। বাল্যবিয়ে প্রতিরোধ ও এই সংক্রান্ত আইন মেনে চলা এবং নিরাপদ মাতৃত্বের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন।