অবশেষে ভিসি নাসির উদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ ইউজিসির

অবশেষে ভিসি নাসির উদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ ইউজিসির

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আজ রবিবার দুপুরে ইউজিসির ৫ সদস্যের কমিটি প্রতিবেদন সংস্থার চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে ভিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুপারিশসহ মোট তিনটি সুপারিশ করা হয়েছে।

ইউজিসির পরিচালক (জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ) ড. শামসুল আরেফিন সাংবাদিকদের এ তথ্য জানান।

ভিসি নাসিরউদ্দিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলন বিষয় খতিয়ে দেখতে গত ২৩ সেপ্টেম্বর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করে ইউসিজি।

বাংলাদেশ শীর্ষ খবর