একাদশ শ্রেণির ভর্তিতে নীতিমালা লঙ্ঘন ও অতিরিক্ত ফি চ্যালেঞ্জ করে রিট

একাদশ শ্রেণির ভর্তিতে নীতিমালা লঙ্ঘন ও অতিরিক্ত ফি চ্যালেঞ্জ করে রিট

নীতিমালা লঙ্ঘন করে একাদশ শ্রেণিতে আসনের বাইরে ভর্তি ও অতিরিক্ত ফি আদায়ের বৈধতা চ্যালেঞ্জ করে আজ হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই রিটে ভিকারুননিসায় একাদশ শ্রেণিতে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় ও অনুপস্থিতির জরিমানা বেশি আদায় বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয় বলে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে জানিয়েছেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টির শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

রিটে বিবাদী করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির চেয়ারম্যান ও অধ্যক্ষকে।

বাংলাদেশ শীর্ষ খবর