দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়া ৫০০ মেট্রিক টন ইলিশ মাছের প্রথম চালান পাঠানো শুরু হচ্ছে। প্রথম চালানে বেনাপোল হয়ে ২৪ মেট্রিক টন ইলিশ ভারতে যাচ্ছে।
আজ রবিবার প্রথম চালানে ২৪ টন ইলিশ ভারতে রপ্তানি হবে। প্রতি কেজি ইলিশের মূল্য ছয় ডলার (প্রায় ৫০০ টাকা) ধরা হয়েছে। তবে এতে কোনো শুল্ক ধরা হয়নি বাংলাদেশের পক্ষ থেকে।
ব্যবসায়ীরা জানান আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান রপ্তানির নির্দেশনা রয়েছে। শুল্ক মুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান।