বুধবার প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী। দিনের শুরুতেই রাজধানীর আগারগাঁওয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এসময় তার সাথে থাকবেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মাজার প্রাঙ্গনে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করেছে জাতীয়তাবাদী ওলামা দল।
দিনটি উপলক্ষে বিএনপি নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, একইভাবে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে একই কর্মসূচি পালন করা হবে।
সকাল ১০টায় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এছাড়া একই সময় ড্যাব এর উদ্যোগে মাজার প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন।
বেলা ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাব এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হবে।
বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর বিএনপি’র উদ্যোগে বিভিন্নস্থানে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন বেগম খালেদা জিয়া। শুরুতেই মোহাম্মদপুর টাউন হল থেকে চার দিনের তবারক বিতরণের অনুষ্ঠান শুরু করবেন তিনি।
একইভাবে ৩১মে এবং ১ ও ২জুন ২০১২, ঢাকা মহানগরী বিএনপি’র উদ্যোগে বেলা ১১টা থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দ।
চার দিনের অনুষ্ঠানে ১শ’টি স্পটে খাবার বিতরণ করা হবে বলে দলটির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি জানিয়েছেন।
এছাড়া ১জুন ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, ২ জুন শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা, ৩জুন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও যুবদলের উদ্যোগে আলোচনা সভা এবং ৪ জুন তাঁতী দলের উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হবে।
এদিকে, দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তার বাণীতে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলের স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি” জিয়াউর রহমানের ৩১তম শাহাদৎ বার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।