আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম বলেছেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নেই।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ তাঁতীলীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আয়োজিত বিএনপি জামায়াতে নৈরাজ্যে ও হরতালের মানুষ হত্যার প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী নিবার্চন আওয়ামী লীগের অধীনেই হবে বলে জানান আওয়ামী লীগের এ নেতা।
বিরোধীদলের উদ্দেশ্য নাসিম বলেন, “গণতন্ত্রকে রক্ষা করতে চাইলে সংসদের চলতি অধিবেশনে যোগ দিয়ে আপনাদের দাবি-দাওয়া পেশ করুন।”
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মাথা থেকে মুছে ফেলে আগামী নিবার্চন কোনো পদ্ধতিতে হবে তা নিয়ে আলোচনা করুন।”
তিনি আরও বলেন, “অন্তবর্তী সরকার পদ্ধতি কী হবে একমাত্র তা নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগ প্রস্তত। অন্য কোনো ইস্যু বা শর্ত দিয়ে সংলাপে করা হবে না।”
নাসিম বলেন, “বিএনপি-জামায়াত পরবর্তীতে আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করার চেষ্টা করলে আওয়ামী লীগ তা রাজপথে প্রতিহত করবে।”
ঢাকা মহারগর (উত্তর) তাঁতীলীগের সভাপতি হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, মহানগর নেতা নিয়াজ মোহাম্মদ খান, অভিনেতা মিজু আহমেদ প্রমুখ।