ঢাকার কেরানীগঞ্জে যান চলাচলে বাধা ও গাড়ি ভাঙচুরের পৃথক ৪টি দ্রুত বিচার আইনের মামলায় হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক হিরুসহ কেরানীগঞ্জ বিএনপির ৬১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার আসামিরা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
শুনানি শেষে বিকেল পৌনে তিনটায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন শ্যামল জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৬ মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় ঢাকার কেরানীগঞ্জের ৬টি স্থানে আসামিরা যানবাহন ভাঙচুর ও যান চলাচলে বাধা সৃষ্টি করেন।
এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় ২২৯ জনকে আসামি করে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়।
কারাগারে পাঠানো ৬১ আসামির সবাই হাইকোর্ট থেকে ৭ দিনের জামিনে ছিলেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হবার পর মঙ্গলবার তারা একযোগে আদালতে আতœসর্মপণ করেন।
আসামিপক্ষে মামলার শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন, এমদাদুল হক, হাবিবুর রহমান হিরু প্রমুখ আইনজীবী।
রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন জেলা পিপি খন্দকার আব্দুল মান্নান, মহানগর পিপি আব্দুল্লাহ আবু ও অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার