হরতালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় আটক বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি জামিনে মুক্তি পেয়েছেন।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিকেল তিনটা ২৫ মিনিটে তিনি মুক্তি পান।
সেখানে দলের নেতাকর্মীরা তাকে বরণ করে নেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় গত ২৭ মে উচ্চ আদালত থেকে বিএনপিসহ ১৮ দলীয় জোটের শরিক এলডিপি ও জাতীয় পার্টির (বিজেপি) পাঁচজন এমপি জামিন পান।
গত সেমাবার তাদের মধ্যে চারজনকে মুক্তি দেওয়া হলেও এ্যানীকে ধানমণ্ডি থানায় দায়ের করা আগের একটি মামলায় আটক দেখানো হয়। ফলে ওইদিন তিনি মুক্তি পাননি।