ছন্দপতন কাটিয়ে শিগগিরই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। নিউইয়র্কে ইউনিসেফের এক অনুষ্ঠানে অংশ নিয়ে, টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার প্রতিশ্রুতি দেন।
জাতিসংঘের শিশু-বিষয়ক সংস্থা ইউনিসেফের সম্মানসূচক পদক ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা শীর্ষক’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপের পর দলের অবস্থান নিয়ে কথা বলেন সাকিব। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে ভালো পারফর্ম করার প্রত্যয় ব্যক্ত করেন সাকিব।
জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। আশা করি, সেখানে আমরা ভালো করবো। এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারবো।