মাদকদ্রব্য আইনের মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে আদালতে নেয়া হয়েছে। পুলিশের ৫ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে থানা থেকে পুলিশের একটি জিপে করে লোকমান হোসেনকে মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়।
গতকাল রাতেই তাকে র্যাব-২ থেকে তেজগাঁও থানায় হস্তান্তরের পর অবৈধভাবে বিদেশি মদ রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। লোকমানের আইনজীবী মো. মকবুল হোসেন ফকির বলেন, ৪ বোতল বিদেশী মদ ছাড়া অন্য কোন অপরাধ প্রমাণিত হয়নি আমার মক্কেলের বিরুদ্ধে।
এর আগে বুধবার রাতে রাজধানীর মনিপুরী পাড়ার নিজ বাসা থেকে লোকমানকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাসিনো ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততা র্যাবের কাছে স্বীকার করেন তিনি। ক্যাসিনো থেকে আয়ের ৪১ কোটি টাকার বেশির ভাগ অস্ট্রেলিয়ায় দুই ব্যাংকে লোকমান জমা করেছেন বলেও স্বীকার করেন।