রাজধানীর কারওয়ান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর কারওয়ান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর কাওরান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ অভিযান শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে অভিযানের শুরুতেই ভাঙা হয় তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের কার্যালয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ভবন ভেঙে ফেলতে দেখা যায়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। এ ছাড়া উপস্থিত রয়েছেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, কাওরান বাজারে আমাদের মোট ২৩ বিঘা জায়গা রয়েছে। এর মধ্যে প্রায় তিন-চার বিঘা অবৈধ দখল হয়েছে। আমরা ফুটপাতসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছি।

আন্তর্জাতিক শীর্ষ খবর