ভোল পাল্টালেন ট্রাম্প! বললেন, পাকিস্তানকে বিশ্বাস করেন

ভোল পাল্টালেন ট্রাম্প! বললেন, পাকিস্তানকে বিশ্বাস করেন

পাকিস্তানকে বিশ্বাস করেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ফের ভারত পাকিস্তানের সম্পর্কে সালিশির প্রস্তাবও দিয়েছেন। ২৪ ঘণ্টা আগেই হিউস্টনের ট্রাম্প মোদির সঙ্গে একমঞ্চ ভাগ করে নিয়েছিলেন। উগ্র ইসলামী সন্ত্রাসবাদ মুক্ত বিশ্ব গড়ার ডাক দিয়েছিলেন তিনি।

ফের মধ্যস্থতার প্রস্তাব
ইমরান খানের সঙ্গে সোমবার বৈঠক শুরুর আগে ট্রাম্প বলেন, খান এবং মোদি দুজনেই যদি কাশ্মীর নিয়ে মধ্যস্থতায় তাঁকে চান, তিনি তৈরি।

পরে ট্রাম্প বলেন, তিনি পাকিস্তানকে বিশ্বাস করেন। দেখতে চান কাশ্মীরে সবার সঙ্গেই ভালো আচরণ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন মোদির সঙ্গে তাঁর সম্পর্কও খুব ভালো। যদি উভয়েই চায়, তাহলে তিনি তৈরি বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি নিজেকে ভালো সালিশি বলেও দাবি করেন।

আগে দেওয়া হয়েছিল প্রস্তাব
এর আগেও ইমরান খানের সঙ্গে বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট ইসলামাবাদ এবং নতুন দিল্লির মধ্যে মধ্যস্থতার কথা বলেছিলেন। কিন্তু সেই সময় ভারতের তরফ থেকেই না বলে দেওয়া হয়েছিল।

হিউস্টনের অনুষ্ঠান মঞ্চ থেকে পাকিস্তানকে আক্রমণ
হিউস্টনের অনুষ্ঠান মঞ্চ থেকে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন পাকিস্তানের মূল কাজই হলো ভারতের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করা। ৯/১১ আমেরিকাই হোক কিংবা ২৬/১১ মুম্বাই হামলা দুয়ের পেছনেই কোনো দেশ রয়েছে, নাম না করে ওই মঞ্চ থেকে ইঙ্গিত করেছিলেন।

আন্তর্জাতিক শীর্ষ খবর