সংযুক্ত আরব আমিরাতে দুটি আম চুরির জন্য আটক হন এক ভারতীয় বিমানবন্দর কর্মী। দু’বছর আগে এ ঘটনা ঘটলেও সোমবার ওই ব্যক্তির বিরুদ্ধে মামলার রায় দিয়েছে আদালত। রায়ে তাকে চুরির জন্য ৫,০০০ দিরহাম জরিমানার পাশাপাশি আমিরাত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, সোমবার আদালত ২৭ বছর বয়সী ভারতীয় শ্রমিককে আমিরাত ত্যাগের নির্দেশ দিয়েছে। ৬ দিরহাম মূল্যের আম চুরির জন্য ৫,০০০ দিরহাম জরিমানার পরে তাকে দেশত্যাগের আদেশ দিয়েছে আদালত। ২০১৭ সালের ১১ আগষ্ট ওই চুরির ঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদ ও মামলা তদন্ত চলাকালে অভিযুক্ত ব্যক্তিটি জানিয়েছে, তিনি দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩ এ কাজ করতেন। ভ্রমণকারীদের লাগেজ কনটেইনার থেকে কনভেয়ার বেল্টে লোড করার বিষয়টি তার দায়িত্বের মধ্যে ছিল।
তিনি স্বীকার করেছেন, ২০১৭ সালের ১১ ই আগস্ট একটি ফলের বাক্স থেকে আম চুরি করেছিলেন। ভারতে পাঠানোর জন্য বাক্সগুলো রাখা হয়েছিল। তিনি তৃষ্ণার্ত হয়ে পড়ার কারণে এই কাজ করেছিলেন।
সূত্র : খালিজ টাইমস, এনডিটিভি