কাজাখস্তানে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

কাজাখস্তানে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

ইউরোশীয় দেশগুলোর স্পিকারদের চতুর্থ সম্মেলন সোমবার শুরু হয়েছে। সম্মেলনে যোগদানের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুদিনের ওই সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ প্রতিনিধি দল সেখানে পৌঁছলে বিমান বন্দরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কাজাখস্তান পার্লামেন্টের ডেপুটি চেয়ারম্যান অব মজলিস বোজকো ভুলাদিমির কারপোভিচ। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন। পরে সম্মেলনে প্রতিনিধি দলের সদস্যরা সম্মেলনে অংশ নেন।

স্পিকারের নেতৃত্বে সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলে আছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বেগম সাগুফতা ইয়াসমিন ও বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার।

উল্লেখ্য, ইউরেশিয়ান দেশভূক্ত স্পিকারদের এ সম্মেলন কাল মঙ্গলবার শেষ হবে। সম্মেলন শেষে স্পিকার উগান্ডায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেবেন।

আন্তর্জাতিক শীর্ষ খবর