ট্যাংক, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্মার্ট বোমা প্রদর্শন করল ইরান

ট্যাংক, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্মার্ট বোমা প্রদর্শন করল ইরান

সৌদি আরবের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এক সামরিক কুচকাওয়াজে ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ট্যাংক, ড্রোন, সাঁজোয়া যান ও শক্তিশালী বোমা প্রদর্শন করেছে।

গতকাল রবিবার অনুষ্ঠিত কুচকাওয়াজটি ইরানের ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনির মাজার সামনের বিশাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এ সময় দেশটির সামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৮০ সালের ইরান-ইরাক যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রদর্শিত হয় খোরামশাহার নামে একটি উন্নততর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর আওতা দুই হাজার কিলোমিটার বলে দাবি করা হয়।

এছাড়া ১০০০ কিলোমিটার পাল্লার ১২টি ড্রোন ও বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শন করা হয় এতে।ড্রোনগুলো এক হাজার কেজি ওজন নিয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে উড়তে পারে এবং গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত তুলতে পারে। এছাড়া ইরান কাসেদ নামের স্মার্ট বোমাও প্রদর্শন করেছে। এটি ইরানের সবচেয়ে ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমাগুলোর একটি বলে দাবি করা হয়।

কুচকাওয়াজে প্রদর্শিত ট্যাংকটির নাম হচ্ছে হায়েল। এই ট্যাংকটি কোনো ধরণের ফ্রিকোয়েন্সি পাঠানো ছাড়াই লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। সূত্র : আরব নিউজ।

আন্তর্জাতিক শীর্ষ খবর