জীবননগরে প্রস্তাবিত হাইটেক পার্ক পরিদর্শনে আইসিটি প্রতিমন্ত্রী

জীবননগরে প্রস্তাবিত হাইটেক পার্ক পরিদর্শনে আইসিটি প্রতিমন্ত্রী

চুয়াডাঙ্গার জীবননগরে প্রস্তাবিত হাইটেক পার্ক পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক। প্রস্তাবিত স্থান উপজেলার উথলী ইউনিয়নের মোল্লাবাড়িতে আজ রবিবার সকাল ১০টায় প্রতিমন্ত্রী হাইটেক পার্কের জমি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ হোসেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী।

এ ছাড়া জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান আ. কাদের প্রধানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় নেতাকর্মিগণ।

বাংলাদেশ শীর্ষ খবর