ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্ত থেকে কামাল (৩২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শুক্রবার ভোরে নাগরভিটা সীমান্তের ৩৬৯/(২) পিলার এলাকা থেকে কামালকে ধরে নিয়ে যান ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা।
স্থানীয়রা জানান, ভোরে ডাবরী সীমান্তের ৩৬৯/(২) পিলার এলাকায় যায় কামাল। এ সময় তাকে ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা আটক করে। পরে পিটিয়ে কামালকে হত্যা করে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী হত্যার বিষয়টি স্বীকার করে বলেন, ভারতীয় বিএসএফকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। বৈঠকে পিটিয়ে হত্যার কারণ খতিয়ে দেখে লাশ ফেরত আনা হবে।