ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। শেষ হবে সাড়ে ১১টায়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে আজকের ভর্তি পরীক্ষা।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়, এমন কোনো ইলেকট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।

যে কোনো ধরনের অনিয়ম রুখতে পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।

ভর্তি পরীক্ষার সিট প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে- admission.eis.du.ac.bd

এ বছর ঢাবির ‘ক’ ইউনিটে ১৭৯৫ আসনে ভর্তি করা হবে। তবে এর বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ৯৫৫ শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে এবার লড়তে হবে ৪৯ শিক্ষার্থীকে।

বাংলাদেশ শীর্ষ খবর