কখন মহাজোট ছাড়তে হবে আমি ভালো জানি : এরশাদ

কখন মহাজোট ছাড়তে হবে আমি ভালো জানি : এরশাদ

জাতীয় পার্টি আগামীতে একক ভাবে নির্বাচন করবে। তবে এখনই মহাজোট না ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের প্রেসিডিয়ামের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত একাধিক প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, অনেকেই কবে মহাজোট ছাড়া হবে এ নিয়ে প্রশ্ন করলে তাদের উদ্দেশ্যে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘কখন মহাজোট ছাড়তে হবে তা আমার ভালো জানা আছে। সময় মতোই ঘোষণা দেওয়া হবে।’

বৈঠকে নেতাদের উদ্দেশ্যে এরশাদ আরো বলেন,  গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার পরিবর্তনের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নয়, সংবিধান অনুসারে নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে গঠিত অন্তবর্র্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

সভায় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন এরশাদ। একই সঙ্গে প্রত্যেক আসনে যোগ্য প্রার্থী বাছাই প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শেষ করার তাগিদ দিয়েছেন। এছাড়াও প্রেসিডিয়াম বৈঠকে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এরশাদ বলেন, দেশের মানুষ আর দুই দলের মধ্যে ক্ষমতার পালাবদল দেখতে চান না। তারা দুই দলকে পরিত্যাগ করে জাতীয় পার্টির দিকে ঝুঁকে পড়েছেন। তারা আর কোনো ব্যর্থ শাসনে ফিরে যাবেন না।

বৈঠকে আলোচনায় অংশ নেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, এমএ সাত্তার, মজিবর রহমান এমপি, মোঃ আবুল কাশেম এমপি, এমএ হান্নান, হাফিজ উদ্দিন আহমেদ এমপি, গোলাম হাবিব দুলাল, আলহাজ্ব করিম উদ্দিন ভরসা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ব্রি. (অব.) কাজী মাহমুদ হাসান, মোস্তফা জামাল হায়দার, কাজী ফিরোজ রশীদ, এস এম এম আলম, জিয়া উদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।

রাজনীতি