শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২১ নারী হকি দলকে হারিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। অংশ নিয়েই গড়ে ফেলল ইতিহাস।
ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। ঘুরে দাঁড়াল দ্বিতীয় ম্যাচেই। লাল-সবুজের তরুণীরা শ্রীলঙ্কান মেয়েদের হারিয়েছে ২-০ গোলে।
বাংলাদেশকে প্রথমে এগিয়ে দেন রিতু খানম। ২৮ মিনিটে গোল পান অধিনায়ক। খেলার একদম শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান তারিন খুশি।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের পরের প্রতিপক্ষ হংকং। ম্যাচটি হবে বৃহস্পতিবার।
এবারের ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৬টি দল অংশ নিয়েছে। টুর্নামেন্টের সেরা দুই দল অংশ নেবে ২০২০ ওমেন্স জুনিয়র এশিয়া কাপে।