সড়ক দুর্ঘটনা সহনীয় অবস্থায় নিয়ে আসা হবে উল্লেখ করে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়ত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী বছরের মাঝামাঝি সময়ে তা দৃশ্যমান হবে।’
জাতীয় সংসদের ১৩তম অদিবেশন সংসদ সদস্য সাধনা হালদারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘৩০ জন গরিব মানুষ মারা গেলে টক শো হয় না। আর বিশেষ কোনো ব্যক্তি মারা গেলে টক শো হয়।’
মন্ত্রী বলেন, ‘চালকের অদক্ষতার কারণে দুঘর্টনা ঘটে না, তা নয়। তবে চালক যদি ট্রাফিক সিগন্যাল না মানে, তাহলে সিক্স লেন করলেও সমস্যার সমাধান হবে না।’
ফুট ওভার ব্রিজ মানুষ ব্যবহার করে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ঢাকা-মাওয়া সড়কে ৩০ থেকে ৪০টি স্পিডব্রেকার ভাঙতে গেলে মাইকে ঘোষণা দিয়ে লোকজন ডেকে বাধা দেওয়া হয়।’ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে এসব বিষয়ে সহযোগিতা চান ওবায়দুল কাদের।
রেলমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানামুখী ব্যবস্থা নিয়েছি। তাড়াতাড়ি সব কিছুর সমাধান হয় না বলেও দাবি করেন তিনি।