মোবাইলে রং নাম্বারের পরিচয়ে প্রেম। অত:পর প্রেমিক যুগলের পালিয়ে বিয়ে। মান অভিমানে কোন পরিবার প্রথমে না মেনে নিলেও অবশেষে উভয়ের প্রেমের কাছে হার মানে তাদের পরিবার। কিন্তু এতো ভালবাসার পরও শেষ পর্যন্ত প্রেমিক স্বামীর হাতে জীবন দিতে হলো গৃহবধূ শিরিন আক্তার রিয়াকে।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার হরিপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার বড় শালঘর গ্রামের এনামুল হকের মেয়ে শিরিন আক্তার রিয়া (১৯) প্রায় একবছর পূূর্বে মোবাইল ফোনের পরিচয়ে প্রেমে জড়িয়ে পড়েন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শিকলকাটা গ্রামের জাফরুল ইসলামের ছেলে মনির হোসেনের (২৪) সঙ্গে। প্রেমের টানে বাড়ি ছেড়ে কুমিল্লায় এসে প্রেমিকা রিয়াকে বিয়ে করে মনির।
পরবর্তীতে প্রেমিক যুগল ঘর বাঁধার স্বপ্ন নিয়ে দেবিদ্বার উপজেলায় হরিপুর গ্রামের হোসেন মিয়ার বাড়িতে ঘর ভাড়া নিয়ে সংসার শুরু করে তারা। রোববার (২৭ মে) দুপুরে পারিবারিক কলহের জের ধরে প্রিয়তমা স্ত্রীকে শ্বাসরূদ্ধ করে হত্যা করে পাষন্ড স্বামী মনির। ঘটনার পরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনার পর নিহত রিয়া’র মা বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) জাকির হোসেন জানান, প্রাথমিক তদন্তে শ্বাসরুদ্ধ করে হত্যার আলামত পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী মনির হোসেনকে থানা হাজতে আটকে রাখা হয়েছে। সোমবার তাকে জেল-হাজতে পাঠানো হবে।