খাঁটি ক্রিকেট ফ্যান! চার বছর কাগজ কুড়িয়ে টিকিট কিনল ১২ বছরের খুদে

খাঁটি ক্রিকেট ফ্যান! চার বছর কাগজ কুড়িয়ে টিকিট কিনল ১২ বছরের খুদে

আট বছর বয়স থেকে টাকা জমানো শুরু করেছিল ম্যাক্স ওয়েট। মা সপ্তাহের শেষে প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা পরিষ্কারের কাজ করেন। মায়ের সঙ্গে যায় আট বছরের ম্যাক্স। বলতে গেলে, সপ্তাহের শেষে কাগজ কুড়ানি হয়ে যেত ম্যাক্স। এমন কাজ করে প্রতি বাড়ি থেকে এক ডলার করে পেত। এই ডলার জমানো শুরু করে শিশুটি। লক্ষ্য ছিলো একটাই, দেড় হাজার ডলার জমানো। কারণ, তার বাবা বলেছিলেন দেড় হাজার ডলার জমাতে পারলেই ম্যাক্সকে তিনি ইংল্যান্ডে অ্যাসেজ দেখতে নিয়ে যাবেন।

সময়টা ২০১৫ সাল। ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। আর তখন ইংল্যান্ডের মাঠে বসে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ টেস্ট খেলার স্বপ্ন দেখতে শুরু করেছিল ম্যাক্স ওয়েট। কিন্তু হাতে অর্থ নেই। এদিকে ম্যাচের টিকিটেরও দাম অনেক। এত অর্থ সে পাবে কোথায়! বাবার সেই সামর্থ নেই।

মা-বাবা ও প্রতিবেশীদের সহায়তায় চার বছর ধরে অর্থ জমিয়ে শেষ পর্যন্ত নিজের স্বপ্ন পূরণ করল ১২ বছরের ম্যাক্স। ম্যাঞ্চেস্টারে জাস্টিন ল্যাঙ্গার, স্টিভ ওয়দের পাশে বসে খেলা দেখল। সেই সঙ্গে প্রিয় তারকাদের সঙ্গে বাসে চড়ার সুযোগও পেল।

ক্রিকেটে ফ্যান বোধ হয় একেই বলে।

খেলাধূলা