অনুষ্ঠিত হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের পরীক্ষা। রাজধানীর ১৭০টি কেন্দ্রে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত একযোগে এই পরীক্ষা হয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসির অধীনে এ পরীক্ষায় ১২ ক্যাটাগরির ১ হাজার ৩৭৮টি পদে মোট আবেদনকারী ছিলেন ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন।
তবে কেবল রাজধানীতে না রেখে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও নিয়োগ পরীক্ষার কেন্দ্র রাখার দাবি জানান ঢাকার বাইরে থেকে আসা পরীক্ষার্থীরা। পরীক্ষার প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তারা।