গার্মেন্ট সেক্টরে গত দুই সপ্তাহে সৃষ্ট অস্থিরতার জন্য ষড়যন্ত্র ও ইন্ধনকে দায়ী করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ষড়যন্ত্র ও অস্থিরতার জন্য দায়ী করেন মন্ত্রী। তবে কারা ষড়যন্ত করছে কিংবা ইন্ধন দিচ্ছে তা বলেন নি মন্ত্রী।
তিনি আরও বলেন, ‘পাঁচটি জোন এলাকায় ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি দু’একদিনের ম্যধ্যে মিটিং করে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করবে।