শিক্ষক দিবসে গুরু আচারেকরকে শচীনের শ্রদ্ধা নিবেদন

শিক্ষক দিবসে গুরু আচারেকরকে শচীনের শ্রদ্ধা নিবেদন

ভারতে উদযাপিত হচ্ছে শিক্ষক দিবস। শিক্ষক দিবস হিসেবে দেশটির প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনটাই বেছে নেওয়া হয়। ভারতে গুরু-শিষ্য়র কথা বললে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে রমাকান্ত আচারেকর ও শচীন টেন্ডুলকারের কথা। শিক্ষক আচারেকর স্য়ারের জন্য়ই ক্রিকেট বিশ্ব পেয়েছে শচীনকে। এ কথা সবারই জানা।

শচীন সবসময়ই তাঁর জীবনে আচারেকরের অবদানের কথা তুলে ধরেছেন। চলতি বছর ৩ জানুয়ারি আচারেকর মারা যান। ৮৬ বছর বয়সে মারা যান ক্রিকেট ঈশ্বরের দ্রোণাচার্য। আচরেকরের জীবদ্দশায় শচীন বরাবরই শিক্ষক দিবসে তাঁর বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছেন। কিন্তু এখন এই বিশেষ দিনে আচরেকরের স্মৃতি রোমন্থন করেন শচীন । এদিনও তার ব্য়াতিক্রম হলো না।

বৃহস্পতিবার শচীন টুইটারে লিখেছেন, শিক্ষকরা শুধুই আমাদের শিক্ষা দেন না। তাঁরা মূল্য়বোধ তৈরি করে দেন। আচারেকর স্য়ার আমাকে মাঠে ও জীবনে স্ট্রেইট ব্য়াটেই খেলতে শিখিয়ে ছিলেন। আমার জীবনে তাঁর অপরিমেয় অবদান রয়েছে। যার জন্য় আমি আজীবন তাঁর কাছে কৃতজ্ঞ থাকব। তাঁর শিক্ষা আজও আমাকে পথ দেখাচ্ছে।

খেলাধূলা