কাশ্মীর ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের বিবৃতিতে আরও বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী কোরেশি কাশ্মীরে ভারতের একতরফা ও অবৈধ পদক্ষেপের কথা জারিফকে জানিয়েছেন এবং কাশ্মীরিদের প্রতি ইরানি জনগণ ও সর্বোচ্চ নেতার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী কোরেশিকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কাশ্মীরি জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতার ওপর জোর দেন। ফোনালাপে পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।