এনআরসির প্রতিবাদে মাঠে নামছে তৃণমূল

এনআরসির প্রতিবাদে মাঠে নামছে তৃণমূল

গত শনিবার ভারতের আসামে জাতীয় নাগরিক পঞ্জীর (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকা অনুসারে আসামে ১৯ লাখ ৬ হাজার ৬৬৭ জন নাগরিককে ভারতীয় নয় বলে বাতিল করা হয়েছে।
এ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তার প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে পশ্চিম বঙ্গের রাস্তায়। গোটা রাজ্য জুড়ে এনআরসির প্রতিবাদে বিক্ষোভ অবস্থানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।
আজ সোমবার বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে রাজ্য জুড়ে আগামী ৭ ও ৮ই অগাস্ট বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। সেপ্টেম্বরের ১২ তারিখ উত্তর কলকাতার চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত বিশাল মিছিল করবে তৃণমূল।
এর আগে গত শনিবার সন্ধ্যায় জোড়া টুইট করে এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করা হচ্ছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়। দেশকে জবাব দিতে হবে তাদের।
দেশ ও সমাজের স্বার্থ পরিহার করে অসৎ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে।

আন্তর্জাতিক