খুলনার মেয়ে সুমাইয়া আহম্মেদ প্রথম বাংলাদেশি হিসেবে হলিউডের একটি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
বর্তমানে ‘হাম্বল রিভার’ নামে ওই ছায়াছবিটির শ্যুটিং চলছে।
ছবিটি পরিচালনা করেছেন বিশিষ্ট মার্কিন চলচ্চিত্র পরিচালক টমাস গুডউইন। প্রযোজনা করেছেন ডেভিন ব্লিথেন এবং এরিক পিটারসন।
এতে সুমাইয়ার বিপরীতে মি. অ্যান্টোনিও গ্রিমস অভিনয় করছেন। ‘হাম্বল রিভার’ ছবিটি ২০১৩ সালের মার্চে মুক্তি পাবে।
সুমাইয়া আহম্মেদ যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে অভিনয়ের ওপর উচ্চতর ডিগ্রি লাভ করেছেন।
তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক বাংলার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ জামাল উদ্দিন আহম্মেদ ও সম্পাদক মণ্ডলীর সভাপতি মিসেস তহমিনা আহম্মেদের ছোট মেয়ে।
বাবা-মাসহ সুমাইয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তারা প্রায়ই বাংলাদেশে বেড়াতে আসেন।
সুমাইয়ার বাবা শেখ জামাল জানান, সুমাইয়া হলিউড ও বলিউডের ছবিতে অভিনয় করে বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দিতে চান। এজন্য তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন।