বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনের বিষয়ে আইনগত যে বাধা ছিল সেটি কেটে গেছে।
আপিল বিভাগের চেম্বার আদালতে মিন্নিকে হাইকোর্টের দেয়া জামিন আটকাতে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল তা নাকচ হয়েছে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত সোমবার ‘নো অর্ডার’ দিয়েছেন।
এর ফলে মিন্নির জামিন বহাল থাকছে এবং তার মুক্তিতে কোনো বাধা থাকছে না বলে আইনজীবীরা জানিয়েছেন।
মিন্নির আইনজীবী জেডআই খান পান্না ছাড়াও চেম্বার আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দিন ও মাক্কিয়া ফাতেমা ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল ও মো. সারোয়ার হোসাইন বাপ্পী।