টেক্সাসে বন্দুকধারীর গুলি, নিহত ৫

টেক্সাসে বন্দুকধারীর গুলি, নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২১ জন। স্থানীয় সময় শনিবার টেক্সাস অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের মিডল্যান্ডে এক বা একাধিক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তথ্য জানিয়েছে। খবরে পুলিশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, শনিবার এক কিংবা একাধিক ব্যক্তি টেক্সাসের মিডল্যান্ডে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। মিডল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা একটি গাড়ি থামানোর চেষ্টা করলে সেটি থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। তবে কারা এবং কেন গুলি চালিয়েছে পুলিশ তা জানাতে পারেনি। এ ঘটনায় ২১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

চলতি মাসেই এটা টেক্সাসে দ্বিতীয় বন্দুক হামলা। এর আগে ৩ আগস্ট এক হামলায় ২২ জন নিহত হয়েছিলেন।

অন্য এক খবরে বলা হয়েছে, শনিবার সকালে মিডল্যান্ডের পুলিশ জানায়, একটি ছোট টয়োটা গাড়িতে করে এসেছিল ওই বন্দুকধারী। ওডিশার কর্তৃপক্ষ জানায়, মার্কিন ডাকবিভাগের একটি গাড়ি চালিয়ে এসেছিল হামলাকারী। একাধিক ব্যক্তি ওই গাড়ি ছিলতাই করে সেখান থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

আন্তর্জাতিক