কর বহির্ভূত আয়ের বেড়াজাল থেকে দেশকে মুক্ত করতে করযোগ্য সব নাগরিককে কর দিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে রাজস্ব আদায় বৃদ্ধির জন্য করযোগ্য সব নাগরিককে কর দিতে উদ্বুদ্ধ করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘নিজ পায়ে দাঁড়াতে এবং নিজস্ব অর্থায়নে উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে রাজস্ব আদায় বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ জন্য কর পরিশোধ পদ্ধতি আরো সহজ করতে হবে। কর নীতি ও ব্যবস্থাপনা উন্নত করতে হবে। সেউ সঙ্গে ‘কর তথ্য ও সেবা কেন্দ্র চালু কর’ মেলার আয়োজন করতে হবে।’
প্রধানমন্ত্রী শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে অন-লাইনে কর পরিশোধ পদ্ধতি উদ্বোধন করে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে গত তিন বছরে দেশের প্রত্যক্ষ কর আদায়ে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। এর ফলে রাজস্ব আয় প্রায় দ্বিগুণ বেড়েছে। এ সাফল্য ধরে রাখতে করের আওতা এবং কর দাতাদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। করদাতাদের মানসিকতারও পরিবর্তন আনতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার রাজস্ব আদায় বৃদ্ধির জন্য কর প্রশাসন সংস্কার ও আধুনিকীকরণ অবকাঠামো গড়ে তুলেছে। আয়কর এবং মূল্য সংযোজন কর আইনকে যুগোপযোগী করারও উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘অন-লাইনের মাধ্যমে কর পরিশোধ পদ্ধতি উদ্বোধনের মধ্য দিয়ে দেশকে ডিজিটাল করার পথে আরো এক ধাপ অগ্রসর হওয়া গেল।’
এ নতুন ব্যবস্থা করযোগ্য সব নাগরিককে উৎসাহিত করার মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এ পদ্ধতি বাংলাদেশে কর পরিশোধের সংস্কৃতি বিকাশে এক নতুন যুগের সূচনা করেছে। এশিয়ার অনেক উন্নত দেশে এখনো এ পদ্ধতি চালু হয়নি।’
করপ্রদানকারীদের চাহিদার ভিত্তিতে অনলাইন পদ্ধতির ক্রমাগত মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান এবং এফবিসিসিআই’র সভাপতি একে আজাদ।