মোস্তাফিজকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে

মোস্তাফিজকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে

নিজেদের মধ্যে ভাগ হয়ে দুদিনের যে প্রস্তুতি ম্যাচ খেলছেন প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা, মোস্তাফিজুর রহমান পড়েছেন লাল দলে। সাকিব আল হাসানের লাল দল আজ সারাটা দিন ব্যাটিং করেছে। লাল দলের হয়ে মোস্তাফিজের ব্যাটিং-বোলিং কিছুই করতে হয়নি। বসে বসে কাটিয়ে দিলেন দিনটা।

পড়ন্ত বিকেলেও দেখা গেল ডাগ আউটে অলস বসে আছেন মোস্তাফিজ। পরিচিত এক সাংবাদিককে দেখতেই জানতে চাইলেন, টেস্ট দলে কোন কোন পেসার আছেন। ইবাদত হোসেন, আবু জায়েদের সঙ্গে ফিরেছেন তাসকিন আহমেদ। ‘ভালো টিম হয়েছে। সবারই কমবেশি সুযোগ দরকার আছে’, টেস্ট দল থেকে বাদ পড়েছেন, এ নিয়ে খুব একটা চিন্তিত মনে হলো না তাঁকে। মোস্তাফিজ বরং হাসিমুখে বললেন, ‘না, হিসাব ঠিক আছে। আমার একটু সমস্যা আছে। আচ্ছা, টি-টোয়েন্টি সিরিজটা শুরু হবে কবে?’

টেস্ট দলে নেই। ক্রিকেটের অভিজাত সংস্করণের খবর আপাতত তাঁর কাছে গুরুত্বহীন। যে সংস্করণটা খেলবেন, সেটি নিয়ে ভাবাই বুদ্ধিমানের কাজ মনে করছেন মোস্তাফিজ। সে তিনি মনে করতেই পারেন। কিন্তু তাঁর পরনের সাদা পোশাক যদি কথা বলতে পারত, নিশ্চিত বড় আক্ষেপ নিয়ে বলত, ‘মোস্তাফিজ, রঙিন পোশাকে কত দুর্দান্তই না খেল, ক্রিকেটের আদি সংস্করণ—এই আমার জন্য তেমন কিছু করতে পারলে না।’

ভাবার কারণ নেই মোস্তাফিজ ইচ্ছে করে টেস্ট খেলছেন না! নিশ্চয়ই কারণ আছে। মোস্তাফিজ বললেন তাঁর ‘একটু সমস্যা আছে।’ সমস্যাটা কোমরের কাছে। চোটটা পুরোনো। তবে কন্ডিশনিং ক্যাম্প করতে গিয়েই ব্যথাটা বেড়েছে। পরশু অনুশীলনের পর অ্যাপোলো হাসপাতালে পর্যন্ত গিয়েছিলেন। স্বস্তির খবর এতটুকু, এ চোটে পড়ে তাঁকে লম্বা সময় দলের বাইরে থাকতে হচ্ছে না। ব্যথা আছে অ্যাঙ্কেলেও। আজও দেখা গেল দুই পায়ের গোড়ালি পেঁচিয়ে রেখেছেন ব্যান্ডেজ দিয়ে। সতর্কতাবশতই মোস্তাফিজকে টেস্টের বাইরে রাখা হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘কন্ডিশনিং ক্যাম্পে মোস্তাফিজ হালকা চোট পেয়েছে। কাল এটি দেখা হয়েছে। সামনে অনেক টেস্ট ম্যাচ আছে। ভারত সফর আছে। টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আছে। এ কারণে তাঁকে কদিনের বিশ্রাম দেওয়া হয়েছে।’

বাংলাদেশের সর্বশেষ টেস্টেও খেলেননি এই বিশ্রাম তত্ত্বেই। টেস্টে তাঁর ‘বিশ্রাম’ নতুন কিছু নয়। তা সাদা পোশাকের চ্যালেঞ্জটা কবে নেবেন? প্রশ্নটার উত্তর আপাতত নেই মোস্তাফিজের কাছে।

খেলাধূলা