আগামী মাসে দ্বিতীয় বিভাগের ক্লাব প্রেস্টনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ লিগ কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে ম্যানচেস্টার সিটি। বুধবার অনুষ্ঠিত ড্রয়ে লিভারপুল তাদের প্রথম প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এমকে ডনসকে।চ্যাম্পিয়নশিপে প্রেস্টনই প্রথম দল হিসেবে সিটির টানা দ্বিতীয় ঘরোয়া ট্রেভল জয়ের বিরোধিতায় নামবে। ডিপড্যালের নিজ মাঠেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের আথিথেয়তা দিবে তারা।
মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে অ্যালেক্স নেইলের শিষ্যরা ২০১৩ সালের রানার আপ ব্রাডফোর্ডকে ৪-০ গোলে পরাজিত করেছে। তবে পরের রাউন্ডেই সিটির মুখোমুখি হতে হচ্ছে তাদের। যে দলটি গত মৌসুমে নীচের এই লিগে ছয় ম্যাচে অংশ নিয়ে করেছে ২৭ গোল। এদিকে গত আসরের তৃতীয় রাউন্ডেই চেলসির কাছে হেরে গিয়েছিল ইউরোপীয় চ্যাম্পিয়ন লিভারপুল। তবে এবার লিগ ওয়ানের ক্লাব এমকে ডনস কে প্রতিপক্ষ হিসেবে পেয়ে হাফ ছেড়ে বাঁচল ক্লাবটি। এই প্রতিযোগিতায় অবশ্য রেকর্ড সংখ্যক আটবার শিরোপা জয় করেছে জার্গেন ক্লপের শিষ্যরা। এই ড্র অনুযায়ী ২০১২ সালের এপ্রিলের পর প্রথম সাউথ কোস্ট ডার্বিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পোর্টসমাউথ ও সাউদাম্পটন।
বুধবার চ্যাম্পিয়নশিপের ক্লাব কিউপিআরকে ২-০ গোলে হারানো তৃতীয় বিভাগের ক্লাব পোর্টসমাউথ ফ্র্যাটন পার্কে আথিথেয়তা দিবে রাফ হ্যাসেনহাটেলসের দলকে। গত আসরের রানার্সআপ চেলসি আথিথেয়তা দিবে হয় গ্রিমসবে নতুবা ম্যাকলেসফিল্ডকে। প্রচন্ড বৃষ্টির কারণে ওই দুই দলের মঙ্গলবারের ম্যাচটি স্থগিত হয়েছে। এছাড়া আর্সেনাল এমিরেটসে স্বাগত জানাবে নটিংহ্যাম ফরেস্টকে। টোটেনহ্যাম যাবে কলচেস্টার সফরে। এদিকে নিকটতম প্রতিবেশী রোচডালেকে ওল্ডট্রাফোর্ডে আমন্ত্রণ জানাবে ম্যানচেস্টার ইউনাইটেড।