ব্রাজিল সুপারস্টার নেইমারের দলবদল নাটক এবার সমাপ্তির পথে। স্পানিশ গণমাধ্যমের মতে, আজ বৃহস্পতিবারই সম্ভবত আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন এই পিএসজি তারকা। আপাতত স্প্যানিশ জায়ান্টদের ঘোষণার অপেক্ষা। ইউরোপের দলবদল শেষ হচ্ছে ২ সেপ্টেম্বর। তার আগেই লিওনেল মেসির পছন্দের ফুটবলার নেইমার ঘরে ফিরছেন বলে শোনা যাচ্ছে। যদিও তাকে নেওয়ার দৌঁড়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাস।
নেইমারকে নতুন করে ফেরাতে বার্সা পিএসজিকে প্রায় ১৪ হাজার কোটি টাকা দিচ্ছে বলে শোনা যাচ্ছে। এত টাকার সঙ্গে প্যারিসের ক্লাবকে সম্ভবত উসমান দেম্বেলে এবং ইভান রাকিচিতকে ধারে দেওয়া হবে। দেম্বেলের এজেন্ট অবশ্য এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। কিন্তু রাকিতিচ নাকি পিএসজিতে খেলতে রাজি।
এদিকে নেইমারের প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় এক টিভি সাক্ষাতকারে আনন্দ প্রকাশ করেছেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। তিনি বলেছেন, ‘দলের সবাই চায় নেইমার ফিরুক। ও সবার প্রিয়। ক্লাবে অসম্ভব জনপ্রিয়। হ্যাঁ এখনও। তবে ওর আসা না আসা আমাদের হাতে নেই। এটা ক্লাব যারা চালাচ্ছেন তাদের হাতে। আশা করছি দ্রুতই একটা ভালো খবর পাব।’
অন্যদিকে পিএসজির সমর্থকেরা এখন প্রায় সব ম্যাচে নেইমার বিরোধী পোস্টার-ফেস্টুন ইত্যাদি নিয়ে স্টেডিয়ামে আসছেন। পিকে যার প্রতিবাদ করে বলেন, ‘যতদিন আমাদের সঙ্গে ছিল নেইমার ক্লাবের জন্য সব করেছে। প্যারিসেও চেষ্টায় কমতি রাখেনি। মাঝখানে চোট পাওয়ায় সব গোলমাল হয়ে যায়। একজন ফুটবলারের জীবনে এরকম হতেই পারে। তাই বলে এভাবে ওকে অপমান করা খারাপ দৃষ্টান্ত।’