ভ্যাটিকানের গোপন তথ্য ফাঁসের দায়ে আটক পোপের খানসামা

ভ্যাটিকানের গোপন তথ্য ফাঁসের দায়ে আটক পোপের খানসামা

ভ্যাটিক্যানের গোপন তথ্য ফাঁস করার দায়ে পোপ বেনেডিক্ট ষোড়শের এক ব্যক্তিগত খানসামাকে আটক করা হয়েছে। ভ্যাটিকানের বিচারকরা ৪৬ বছর বয়সী পাওলো গাব্রিয়েলকে ভ্যাটিক্যানের গোপন তথ্য অবৈধভাবে হস্তগত করার দায়ে অভিযুক্ত করেছেন। এর আগে গোপন তথ্য ফাঁসের প্রধান হোতাকে সনাক্ত করে তাকে আটক করা হয়েছে বলে গত শুক্রবার জানিয়েছিলো ভ্যাটিকান। তবে এসময় তার নাম ও পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি তারা। শনিবার আটক খানসামার নাম ও পরিচয় ইতালীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে পড়ে।

ভ্যাটিলিক নামে অভিহিত সংবাদমাধ্যমে সিরিজ আকারে ফাঁস হওয়া এসব নথিপত্রে ভ্যাটিকানের অভ্যন্তরে সংঘটিত বিভিন্ন দুর্নীতি, অব্যবস্থাপনা ও আভ্যন্তরীণ দ্বন্দ্বের অনেক অজানা তথ্য উঠে আসে।

সংবাদমাধ্যমে নিজেদের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় বিব্রত পোপ বেনিডিক্ট ষোড়শ গত মাসে এই তথ্য ফাঁসের ঘটনা তদন্তের জন্য কার্ডিনালদের একটি বিশেষ কমিশন গঠনের ঘোষণা দেন।

সংবাদমাধ্যম জানিয়েছে অভিযুক্ত গাব্রিয়েল খুব অল্প সংখ্যক ব্যক্তির অন্যতম যারা পোপের ব্যক্তিগত বাসগৃহে প্রবেশ করতে সক্ষম ছিলেন। তার বাসগৃহে বিপুল পরিমান গোপন নথি পাওয়া খুঁজে পাওয়া যায় বলে ভ্যাটিক্যানের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইতালির সংবাদমাধ্যম। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আন্তর্জাতিক