গত এক বছরে ডলারের বিপরীতে বিশ্বের প্রভাবশালী প্রায় সব মুদ্রার মূল্যপতন হয়েছে। এর মধ্যে ভারতীয় মুদ্রা রুপি সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। এছাড়া দুই তিনটি মুদ্রা ছাড়া ডলারের বিপরীতে আর কোনটিই সুবিধাজনক অবস্থানে নেই।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার হিসাবে, গত এক বছরে ডলারের বিপরীতে রুপির দাম কমেছে প্রায় ১৮ শতাংশ। আর ডলারের বিপরীতে ইউরো, ইয়েন, পাউন্ড, কানাডিয়ান ডলার, সুইডেনের ক্রোনা এবং সুইস ফ্রাঁ’র গড় মূল্য কমেছে শতকরা ৮ দশমিক ৫২ শতাংশ।
তবে একই সময়ে ডলারের বিপরীতে মূল্য বেড়েছে শুধূমাত্র জাপান, চীন এবং হংকংয়ের মুদ্রার।
এদিকে ইউরোজোনের চলমান অস্থির পরিস্থিতির কারণে গত তিন মাসে ডলারের বিপরীতে মূল্য বেড়েছে একমাত্র জাপানি ইউয়ানের।
একারণে বিশ্লেষকরা বলছেন, ডলার শুধূ ভারতের জন্য ব্যয়বহুল হচ্ছে তা নয় বরং যেসব দেশ মুদ্রা হিসেবে ডলার ব্যবহার করে তাদের জন্যও ব্যয়বহুল হয়ে যাচ্ছে।