গণপিটুনি বন্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না: হাইকোর্টের রুল

গণপিটুনি বন্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না: হাইকোর্টের রুল

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত রেনুসহ অন্যান্যদের জীবন বাঁচাতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এছাড়া গণপিটুনি বন্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়। তিন মাসের মধ্যে রেনুসহ অন্যান্য হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।

গত জুলাইয়ে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানের ভর্তির বিষয়ে জানতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেনু। সেখানেই ছেলেধরা গুজব তুলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া সাভার নেত্রকোনাসহ বেশ কয়েক জায়গায় ছেলেধরা গুজব তুলে আরও কয়েকজনকে হত্যা করা হয়।

বাংলাদেশ শীর্ষ খবর