ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি কোচ হিসেবে প্রথম জয়ের মুখ দেখলেন চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এ ম্যাচে চেলসির হয়ে দীর্ঘ ১৫ বছরের গোল খরা কাটালেন ট্যামি আব্রাহাম
তরুণদের ওপর আস্থা রেখেছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আর তাঁর শিষ্যরাও সে আস্থার দারুণ প্রতিদান দিলেন। ক্যারো রোডে নরউইচ সিটির বিপক্ষে পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে ল্যাম্পার্ডের চেলসিই। আর তাতে সিংহভাগ অবদান চেলসির যুব দলের দুই তরুণ ট্যামি আব্রাহাম ও মাউন্ট ম্যাসনের। নাইজেরিয়ান বংশোদ্ভূত ইংলিশ ফরোয়ার্ড আব্রাহাম কাটিয়েছেন দীর্ঘ ১৫ বছরের গোল খরাও।
প্রথমার্ধে ২-২ গোলের সমতায় শেষ হওয়া এ ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় পেয়েছে চেলসি। জয়সূচক গোল করেছেন আব্রাহামই। ২০০৪ সালে এই তরুণ মাত্র ৬ বছর বয়সে চেলসিতে নাম লেখান। ১২ বছর যুব একাডেমিতে বড় হওয়ার পর ২০১৬ সালে লিগে অভিষেকও হয়েছিল চেলসির হয়ে। কিন্তু দুই মৌসুম মিলিয়ে তিন ম্যাচ খেলে বুঝে যান, এখানে এখনই ভাগ্য গড়তে পারবেন না। ধারে নাম লেখান অন্য ক্লাবে। ব্রিস্টল, সোয়ানসি, অ্যাস্টন ভিলা হয়ে এবার চেলসিতে ফিরেছেন। গত মৌসুমে ভিলার হয়ে চ্যাম্পিয়নশিপে ২৫ গোল করার পর চেলসিই ফিরিয়ে এনেছে তাঁকে। অবশেষে নিজের আঁতুড়ঘরে ফেরাটা জোড়া গোল দিয়ে, জয়সূচক গোল করে উদ্যাপন করলেন। এ তো সিনেমার স্ক্রিপ্ট!
এ ক্লাবেরই ঘরের ছেলে ল্যাম্পার্ড এবার কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে পেয়েছেন প্রথম জয়ের দেখাও। তৃতীয় ম্যাচে এসে জয় পেলেন হার ও ড্র দিয়ে শুরু করা ল্যাম্পার্ড। আজ বাজিটাও খেলেছেন বেশ। একাদশ দিয়েই সবাইকে চমকে দিয়েছেন। একগাদা তরুণ জায়গা পেয়েছেন দলে। অলিভিয়ের জিরুর জায়গায় খেলান আব্রাহামকে। এই একাদশের গড় বয়স ২৪ বছর ২০৮ দিন। সর্বশেষ ১৯৯৪ সালে গ্লেন হডল চেলসির কোচ থাকার সময় লিগে ওল্ডহামের বিপক্ষে চেলসি একাদশের গড় বয়স ছিল ২৪ বছর ১৯০ দিন। লিগে চেলসির এটাই সর্বকনিষ্ঠ একাদশ। আর ল্যাম্পার্ড আজ মাঠে নামিয়েছেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ একাদশ।
ম্যাচের শুরুর দিকেই কোচের এ আস্থার প্রতিদান দিয়ে দেন ২১ বছর বয়সী আব্রাহাম। ৩ মিনিটে দলকে এগিয়ে দেন। কিন্তু ষষ্ঠ মিনিটে সমতা ফেরায় নরউইচ। ১৭ মিনিটে চেলসি এগিয়ে যায় ২০ বছর বয়সী আরেক তরুণ ম্যাসন মাউন্টের গোলে। ৩০ মিনিটে আবারও সমতায় নরউইচ। শেষে ৬৮ মিনিটে আব্রাহামের গোলটাই চেলসিকে এনে দেয় পুরো ৩ পয়েন্ট।