সৌদি আরবে হজ পালন শেষে মোট ৬৮ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৪ হাজার ৭৩৫ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইট রয়েছে।
এবার ৩৬৫টি ফ্লাইটে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ হলে সৌদি আরব যান।
গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এরপর গত ১৭ আগস্ট ফিরতি হজ ফ্লাইট শুরু হয়।
হজ পরিস্থিতি পর্যালোচনায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে গতকাল ২২ আগস্ট রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা হয়।
আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিদের দেশে ফেরত আনার কথা রয়েছে।