ভারত থেকে থেকে ৩৭০ ধারা বিলুপ্ত হয়েছে ৷ কিন্তু তা নিয়ে দেশে-বিদেশে আলোচনা-সমালোচনা-তর্ক এখনও চলছেই ৷ জাতীয়-আন্তর্জাতিক স্তরেও এর ভাল আর খারাপ দিক নিয়ে আলোচনা যেন থামতেই চাইছে না ৷ কেউ সমর্থন করেছেন ৷ কেউ বলেছেন এর ভবিষ্যত আরও ভয়ঙ্কর হতে চলেছে ৷
বলিউড তারকারা ইতোমধ্যে যার যার মতো নিজেদের মতামত প্রকাশ করেছেন ৷ কিন্তু এবার ৩৭০ ধারা বিলোপ নিয়ে মুখ খুলে চরম সমালোচিত হতে হলো সোনম কাপুরকে ৷ কিন্তু ঠিক কী বলেছেন অনিল কাপুরের বড় মেয়ে?
একটি সাক্ষাৎকারে সম্প্রতি সোনমকে এ নিয়ে প্রশ্ন করা হলে সোনম বলেন, ৩৭০ ধারা নিয়ে তাঁর খুব সুস্পষ্ট ধারণা নেই ৷ এটি একটি জটিল বিষয় ৷ যখন এই বিষয়ে কথা বলার মতো স্পষ্ট ধারণা হবে তখনই তিনি মুখ খুলবেন ৷
সোনম বলেন, ‘আমার প্রচুর পাকিস্তানি বন্ধু রয়েছে। আমার দুইজন বন্ধু হাফ পাকিস্তানি, যারা আমার বখুবই ঘনিষ্ঠ বন্ধু। আমার অনেক বলিউডের বন্ধু এই বিষয় নিয়ে কথা বলেছেন। সরকারের পক্ষ নিয়ে কথা বলেছেন। কিন্তু আমি আসলেই জানি না এটা কী হচ্ছে। কারণ এই বিষয়ে ধোঁয়াশাপূর্ণ সংবাদ সামনে চলে আসবে। আমি জানি না আসলে কোনটা সত্য। আমি শুধু চাই একটা শান্তিপূর্ণ, সমঝোতামূলক সমাপ্তি। যখন আমি সঠিক তথ্য পাবো, তখনই আমার অভিমত জানাতে পারবো।’
সোনম এ সময় বলেন, তার পরিবারের সঙ্গে পাকিস্তানের একটা শক্তিশালী যোগসূত্র রয়েছে। কারণ তাঁদের শেকড়টাই পাকিস্তানে। সোনম বলেন, আমি অর্ধেক সিন্ধি, অর্ধেক পেশোয়ারি। স্বাভাবিকভাবেই আমার সংস্কৃতকে বিভক্ত হতে দেখে আমার হৃদয় ভেঙে যাবে, গিয়েছে।
সোনমের নামটাই দেওয়া হয়েছে কাশ্মীরে। তিনি বলেন, ‘আমার বাবা-মা যখন কাশ্মীরে গিয়েছিল। সেখানে রাম লক্ষ্মণ সিনেমার শুটিং চলছিল। ওই সময়ে আমার বাবার মাথায় আমার নামটা আসে, বাবা তখনই নামকরণের সিদ্ধান্ত নেন। আমি আমার হৃদয় থেকে চাই কাশ্মীরে শান্তি ফিরে আসুক, সেটা কীভাবে সম্ভব আমি জানি না। তবে আমি চাই, মনেপ্রাণে চাই।’