ক্রিকেটবিশ্বে বেশ সাড়া জাগিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন রাসেল ডমিঙ্গো। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকায় পা রাখলেন এই প্রোটিয়া কোচ। আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। এর আগে আজই সকাল সকাল ৯টায় ডমিঙ্গোর স্বদেশি ফাস্ট বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট বাংলাদেশে এসে পৌঁছেছেন।
জানা গেছে, বিমানবন্দরে ডমিঙ্গোকে স্বাগত জানান বিসিবির ওয়াসিম খান। সেখান থেকে সরাসরি গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে যান ডমিঙ্গো। ওই হোটেলেই অবস্থান করছেন চার্লস ল্যাঙ্গাভেল্ট। ডমিঙ্গো আপাতত সেখানেই অবস্থান করবেন। তারপর তার বাসা ঠিক হলে সেখানে গিয়ে উঠবেন। আগামীকাল বুধবার সকালে শেরেবাংলায় জাতীয় দলের অনুশীলন ক্যাম্পেও যোগ দেবেন টাইগারদের নতুন কোচ।
উল্লেখ্য, ডমিঙ্গোকে নিয়ে বাংলাদেশের কোচিং স্টাফের তিন সদস্যই হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি আর পেস বোলিং কোচ তিনজনই চার্লস ল্যাঙ্গাভেল্ট দক্ষিণ আফ্রিকান। শুধু স্পিন বোলিং কোচ হিসেবে আছেন কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টরি। দুই প্রোটিয়া কোচ বুধবার থেকেই দলের সঙ্গে যোগ দিলেও ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া নেইল ম্যাকেঞ্জির আসতে কদিন দেরি হবে।