ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যাওয়ায় ২৭ জনকে ফিরতে দিচ্ছে না পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যাওয়ায় ২৭ জনকে ফিরতে দিচ্ছে না পাকিস্তান

পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর থেকে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পোঞ্ছ শহরে এসেছিলেন ২৭ জন ব্যক্তি। তাদের জন্য ফেরার দরজা বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

জানা গেছে, আজ সোমবার তাদের আজাদ কাশ্মীরে ফিরে যাওয়ার কথা ছিল। তবে তাদের বহনকারী বাস প্রবেশের জন্য দরজা খুলে দেয়নি পাকিস্তান। সে কারণে ওই ২৭ জন ব্যক্তি আজাদ কাশ্মীরে ফিরে যেতে পারেননি।

এদিকে সম্প্রতি কাশ্মীরের বিশেষ সুবিধা দেওয়া ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তার পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এরই মধ্যে এ ধরনের ঘটনা ঘটলো।

প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত জম্ম-কাশ্মীরের পোঞ্ছ শহরটি পাকিস্তানের আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছেই অবস্থিত। সেখানকার ওই বাসিন্দাদের ভাগ্যে ঠিক কী ঘটছে, তা এখনো জানা যায়নি।

আন্তর্জাতিক