ডিএসসিসির নতুন ৫ অঞ্চলে নির্বাহী কর্মকর্তা নিয়োগ

ডিএসসিসির নতুন ৫ অঞ্চলে নির্বাহী কর্মকর্তা নিয়োগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসি) নতুন যুক্ত হওয়া পাঁচটি অঞ্চলে প্রশাসনিক কার্যক্রম শুরুর জন্য পাঁচজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদের দায়িত্ব বণ্টন করা হয়। এই পাঁচটি অঞ্চলে দক্ষিণ সিটি করপোরেশনে দুই বছর আগে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড আছে। গত মার্চে এসব ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

৪ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এসব কর্মকর্তাকে ডিএসসিসিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে জাহিদ হোসেন ছিদ্দিককে অঞ্চল-৬, মো. শাহীদুর আলমকে অঞ্চল-৭, মোহাম্মদ আশরাফুল আলম খানকে অঞ্চল-৮, মো. খায়রুল হাসানকে অঞ্চল-৯ ও মো. আব্দুল বাতেনকে অঞ্চল-১০–এর নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব বণ্টন করা হয়।

এত দিন এসব অঞ্চলে কোনো কর্মকর্তা ছিলেন না।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নতুন অঞ্চলগুলোয় প্রশাসনিক কাজ ও চলমান ডেঙ্গু সমস্যা মোকাবিলায় তাঁরা কাজ করবেন। পর্যায়ক্রমে অন্যান্য পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ শীর্ষ খবর