ঢাকায় আসছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। আগামী ২০ আগস্ট তিনি দুদিনের সফরে ঢাকা আসবেন বলে জানা গেছে।
এই সফরে অত্যন্ত গুরুত্ব পেতে পারে তিস্তা পানিবণ্টন চুক্তি। সেই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে তাঁর এই সফর।
এর আগেও বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে একাধিকবার আলোচনা শুরু হলেও কেন্দ্র-রাজ্য টানাপোড়েনে তার বাস্তবায়ন এখনও হয়নি। তবে এবারের সফরে শুধু তিস্তা নয়, আরও ৫৪টি নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।