কুমিল্লার লালমাই উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ সাতজন নিহত হয়েছেন। তাঁদের পাঁচজনই একই পরিবারের সদস্য।
আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার জামতলি এলাকায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের জসিম উদ্দিন (৩৫), তাঁর মা সকিনা বেগম (৬০), জসিমের স্ত্রী ও দুই শিশুছেলে। জসিমের স্ত্রী ও দুই শিশুছেলের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁরা অটোরিকশার আরোহী ছিলেন। এ ছাড়া নিহত হয়েছেন অটোরিকশার চালক ও বাসের এক যাত্রী। তাঁদের নামও জানা যায়নি।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে লাকসাম যাচ্ছিল। আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। লালমাই উপজেলার জামতলি এলাকায় বাসটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন পুরুষ ও দুজন নারী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুই শিশু মারা যায়।