তোপের মুখে এমা

তোপের মুখে এমা

লিটল উইমেন ছবির ট্রেলার মুক্তি পেল গত বৃহস্পতিবার। মুক্তির পরপরই এই ছবির অভিনয়শিল্পী ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন তোপের মুখে পড়লেন ভক্তদের। ছবির ট্রেলারে তাঁর সংলাপ উচ্চারণ নিয়ে খেপেছেন ভক্তরা। আমেরিকার একটি প্রাচীন রীতিতে ইংরেজি বলতে গিয়ে ধরা খেয়েছেন এই অভিনেত্রী। ভক্তদের অভিযোগ, এমা ব্রিটিশ ও আমেরিকার ইংরেজির মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছেন। এ নিয়ে মন্তব্যের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

টুইটারে এক ভক্ত লিখেছেন, ‘এমা ওয়াটসন ব্রিটিশ রীতিতে ইংরেজি বলছে? এর মানে কী?’ আরেক ভক্ত লিখেছেন, ‘এমা ওয়াটসনের আমেরিকান ইংরেজি বলার রীতি আটকে গেছে আজকাবান-এ।’ ওই ভক্ত এমার হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান সিনেমা নিয়ে খোঁচা দিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘হায়! হায়! এমা ওয়াটসনের সংলাপ বলার রীতি কি চেঁচামেচি হিসেবে মনে করব?’ একজন লিখেছেন, ‘আমি যখন ছোট, তখন থেকেই আমার প্রিয় বইয়ের একটি লিটল উইমেন। আমি সত্যিই এমার সংলাপ শুনে ভয় পেয়েছি।’

অবশ্য সবাই যে এমাকে ধুয়ে দিচ্ছেন, তা নয়। একজন লিখেছেন, ‘লিটল উইমেন ছবির ট্রেলার বেশ ভালো। এমার আমেরিকান রীতিতে ইংরেজি বলার ধরনও বেশ ভালো হয়েছে। প্রত্যেকেরই উচিত এক মিনিটের জন্য একটু চুপ থাকা।’ এসশোবিজ, এক্সপ্রেস ইউকে

বিনোদন