কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে নেই কেউ: পাক বিদেশমন্ত্রী

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে নেই কেউ: পাক বিদেশমন্ত্রী

কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে পাকিস্তান যতই সুর চড়াক, অন্য় কোনও দেশই যে তাদের পাশে নেই তা ভালোমতোই বুঝেছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে যে কাশ্মীর প্রসঙ্গে সমর্থন পাওয়া তাদের পক্ষে মুশকিল, সেই কথাই সাংবাদিকদের জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুরেশি বলেন, ‘বোকার স্বর্গে বাস করে লাভ নেই। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কেউ আমাদের জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করছে না। কোনও বিষয়ে আবেগপ্রবণ হওয়া সহজ, প্রতিবাদ করাও সহজ। কিন্তু বিষয়টি বুঝে তাকে এগিয়ে নিয়ে যাওয়া বেশ কঠিন। নিরাপত্তা পরিষদের সদস্য যে কোনও দেশ কাশ্মীর নিয়ে ভারতের পাশে দাঁড়াবে। কারণ ভারতের বিশাল বাজার হাতছাড়া করতে কেউ চায় না।’

ইসলামিক দেশগুলোও যে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে নেই, সেই কথাও স্পষ্ট করেছেন কুরেশি। মুসলিম দেশগুলো থেকেও যে ভারতে বহু টাকার বিনিয়োগ করা আছে, সেই কথাও মনে করিয়ে দেন পাকিস্তানের বিদেশমন্ত্রী

আন্তর্জাতিক