ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর ২৫ মে কংগ্রেস সভাপতি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন রাহুল গান্ধী
রাহুল গান্ধীর পরিবর্তে কংগ্রেসের ‘অস্থায়ী’ সভাপতি হলেন সোনিয়া গান্ধী।
রবিবার (১১ আগস্ট) দলের ওয়ার্কিং কমিটি ‘র বিবৃতিতে বলা হয়, এআইসিসি নতুন সভাপতি নির্বাচন না-করা পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সোনিয়া।
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরে ২৫ মে কংগ্রেস সভাপতি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন রাহুল। এরপর থেকে প্রায় আড়াই মাস ধরে দলের নেতারা তার মত বদলের চেষ্টা চালিয়ে গেলেও রাজি হননি রাহুল। শুধু তা-ই নয়, জানিয়ে দিয়েছেন সভাপতি হবেন না প্রিয়াঙ্কাও। তখন ফিরে আসার জন্য অনুরোধ করা হলেও সেসময় সাড়া দেননি সোনিয়া।
কংগ্রেস সূত্রে জানা যায়, দলটির কার্যনির্বাহী কমিটি’র সভায় সভাপতি বাছাই নিয়ে যখন আলোচনা চলছে, তখন রাহুল সেখানে ছিলেনও না। এই অবস্থায় নিরুপায় হয়ে সোনিয়া গান্ধীকে সভাপতি হতে অনুরোধ জানান কংগ্রেস নেতারা। তারা যুক্তি দেখান, গান্ধী পরিবারের বাইরে কেউ সভাপতি হলে দল ভেঙে যাবে।
দলীয় নেতাদের দীর্ঘ অনুরোধের জেরে সম্মত হলেও সোনিয়া গান্ধী জানান, আপাতত নতুন সভাপতি না পাওয়া পর্যন্ত অস্থায়ীভাবে সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। তবে, যত শীঘ্র সম্ভব নতুন সভাপতি নির্ধারণ করতে হবে।